লংগদুতে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

নিউজ ডেস্ক:
রাঙ্গামাটির লংগদুতে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা-২০১৯ এর প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
২২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত জাতীয় শিশুর পুরষ্কার প্রতিযোগীতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার জনাব মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রবীর কুমার রায়।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব অনুপম শীলসহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
উল্লেখ্য যে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের আগামী ২৫ জানুয়ারী রাঙামাটিতে অংশ গ্রহন করবে।